প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ নির্ণয় সম্ভব হলে অনেক ক্ষেত্রেই রোগকে প্রতিহত করা সম্ভব। ক্যান্সার নির্ণয়ের জন্য বিভিন্ন ছবি (ইমেজিং) পদ্ধতি ব্যবহৃত হয়। পজিট্রন এমিশন টমোগ্রাফি বা পেট স্ক্যানার পদ্ধতি ক্যান্সার রোগ-নির্ণয়ে নতুন যুগের অবতারণা করেছে। নিউক্লিয়ার মেডিসিন এবং জৈব-রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত রোগ নির্ণয়ের আধুনিক এবং নির্ভুল পদ্ধতি হচ্ছে ‘পেট’। ‘পেট’ মেশিন দ্বারা সূচনাতেই অর্থাৎ কোষকলার মধ্যে আণবিক পর্যায়ে পরিবর্তন সংঘটিত হওয়ার সময়ই রোগ নির্ণয় করা...

